‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ভূমিকা রাখবেন সাকিব-মিরাজরা’

খেলা ডেস্কঃ স্পিন বোলিং পরামর্শকের জায়গা ফাঁকা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুঁজছিল নতুন কাউকে। জিম্বাবুয়ে সিরিজের আগের সেই সমস্যার সমাধান হলো। স্পিন বোলিং পরামর্শক হিসেবে নেওয়া হয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথকে।

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ মনে করছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ভূমিকা রাখবেন বাংলাদেশের স্পিনাররা। বিশেষ কর খেলা এশিয়ার মাটিতে হলে এর সম্ভাবনা আরও বেশি বলে ধারণা এ লঙ্কান কিংবদন্তির।

বর্তমানে জিম্বাবুয়ে সফরে রয়েছে বাংলাদেশ দল। হেরাথও রয়েছেন সেখানেই। সিরিজটি কাভার করতে বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিনারদের নিয়ে অনেক কথাই বলেছেন হেরাথ।

দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকে প্রতিবেদন মোতাবেক হেরাথ বলেছেন, ‘স্পিনাররা ভালো করতে পারে। এশিয়ার দেশগুলোয় তো অবশ্যই, এর বাইরেও। সামনের সিরিজগুলোতে, এরপর বিশ্বকাপে স্পিনাররা বড় ভূমিকা রাখবে।’

তিনি আরও যোগ করেন, ‘এ সফরের পর আমাদের দেশের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি সিরিজ আছে। বিশ্বকাপ আছে বছর শেষে। ব্যস্ত সূচি। বিশেষ করে জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলাটা সহজ নয়। তবে আমাদের খেলোয়াড়েরা, বিশেষ করে স্পিনাররা, তাদের সামর্থ্য অনেক।’

এসময় বাংলাদেশ দলের দুই প্রধান স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন হেরাথ। চলতি বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন হেরাথ। এর মধ্যেই টাইগার স্পিনারদের নিয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন তিনি।

সাকিবের বিষয়ে তার মূল্যায়ন, ‘বিশেষ করে সাকিবের কথা যদি ধরেন, টেস্ট সিরিজ এবং ওয়ানডে সিরিজ- দুটোতেই সে ভালো করেছে। ওয়ানডে সিরিজে সে অসাধারণ করেছে। প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছে, দ্বিতীয় ম্যাচে ব্যাট-বল দুটোতেই সে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। আমার মনে হয়, এটা খুবই দারুণ সফর হবে। বাংলাদেশ ক্রিকেটের জন্যও দারুণ একটা সময় এখন।’

মিরাজ সম্পর্কে হেরাথ বলেছেন, ‘মিরাজ প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছে। এশিয়ার বাইরে গিয়ে ভালো করা, উইকেট নেওয়া সহজ নয়। তবে মিরাজ প্রমাণ করেছে, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা, যেখানেই খেলুক না কেন, তার সামর্থ্য আছে। তার অভিজ্ঞতাও আছে, কখন কী করতে হবে কোন কন্ডিশনে, সেটা সে জানে।’