আসন্ন নীলফামারী পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি দেওয়ান কামাল

আল-আমিন, নীলফামারীঃ আগামী ২৮ নভেম্বর নীলফামারী পৌরসভা নির্বাচনে পুনরায় জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদকে ‘নৌকা’ প্রতিক দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর/২১) সন্ধ্যায় নীলফামারী পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নীলফামারী পৌরসভার বতর্মান মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদকে ফুলের শুভেচ্ছা জানান জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুনের স ালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মমতাজুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান কামাল আহমেদ বলেন, আমি ইতোপুর্বে পাঁচটি নির্বাচন করে জয়ী হয়ে মানুষের সেবা করে আসছি। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা আমার পৌর এলাকায় দৃশ^্যমান। এবারই প্রথম পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে অংশ গ্রহণ করছি। এজন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেত্রীর আমার প্রতি যে আস্থা আছে সেটি অটুট থাকবে। এজন্য আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে বিপুল ভোটে জয় উপহার দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে।

এরআগে বেলা তিনটায় সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করেন দেওয়ান কামাল আহমেদ। সেখানে মেয়রকে ফুল দিয়ে বরণ করেন নেতা-কর্মীরা। পরে জেলার বঙ্গবন্ধু চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নীলফামারী ইউনিয়ন পরিষদ সমিতির সভাপতি হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা তাতীঁ লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, জেলা মিল মালিক সমিতির সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক কামরুজ্জামান, কেবিসি’র স্বত্তাধীকারী আলহাজ্ব মিজানুর রহমান, হোমিও চিকিসক সমিতির সভাপতি ডাঃ খন্দকার আনিছুল হক ফরহাদ জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল সহ আরো অনেকে।

উল্লেখ্যঃ গত ২১ অক্টোবর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রতিক বরাদ্দ সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদকে নৌকা প্রতিক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও প্রতিক প্রাপ্তির লড়াইয়ে তার সাথে সামিল হয়েছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু।