আসরে প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স

সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স

আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৪২ রান তোলে হায়দ্রাবাদ। জবাবে সুবমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে ১২ বল হাতে রেখে লক্ষ্যে পৌছেঁ যায় কার্তিক বাহিনী।

আবুধাবীতে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও বেয়ারস্টো উদ্বোধনী জুটিতে ২৪ রান তোলেন। তবে ব্যক্তিগত ৫ রানে কামিন্সের শিকার হন বেয়ারস্টো। এরপর পান্ডেকে ভালই সঙ্গ দিচ্ছিলেন ওয়ার্নার। যদিও ৩৬ রান করে ফেরেন এই ওপেনার। তৃতীয় উইকেটে পান্ডে ও শাহা ৬২ রানের জুটি গড়ে তোলেন। তবে ৫১ রান করে আউট হন পান্ডে।

এরপর৩০ রানে প্যাভিলিয়নের পথ ধরেন শাহা। শেষ পর্যন্ত ১৪২ রানের পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। জবাবে শুরুতেই শুন্য হাতে ফেরেন নারিন। এরপর ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে কলকাতা। তবে চতুর্থ উইকেটে সুবমান গিল ও মরগানের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌছে যায় নাইট রাইডার্স।