আসিফের উপর উত্তজিত মুশফিক

নিউজ ডেক্স: বিপিএল আসরের অন্যতম দল বরিশাল বুলস। দলটি পাঁচ ম্যাচ হেরে কুপোকাত। এর মধ্যে ম্যাচ ফিক্সিংয়ের অভিয়োগ এনে আগুনে ঘি ঢেলে দিলেন দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংগীতশিল্পী আসিফ আকবর।

এ নিয়ে আসিফ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটসও দেন। এর পরই আজ মঙ্গলবার ষষ্ঠবারের মতো ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে জনপ্রিয় এ সংগীতশিল্পীকে পাগল বলে মন্তব্য করেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম।

 

আসিফ বলেন, ‘মুশফিকের সঙ্গে আমার ব্যক্তিগত সর্ম্পক ভালো। কালকে ওর সঙ্গে আমার দেখা হবে। ও নিজেও কাল স্ট্যাটাস পড়ে হোটেলে হেসেছেন। কিন্তু প্রেস কনফারেন্সে সাংবাদিকদের ফেস করতে হবে তো! প্রেসের মুখোমুখি হয়ে উত্তেজিত হওয়া যায় না। আমি ওর কথায় কিছু মনে করিনি।’

ম্যাচ ফিক্সিং হয়েছে আপনি কিভাবে বুঝেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বত্রিশ বছর ধরে ক্রিকেট মাঠে। মুশফিকের বয়স এখনো বত্রিশ হয়নি। ক্রিকেটের সব খবরই আমি জানি। হয়তো ওর মতো আমার ক্যারিয়ার হয়নি। কিন্তু এসব বিষয়ে ঠান্ডা থাকা ভালো। মুশফিক ভালো ছেলে।’

সোমবার ফেসবুক স্ট্যাটাসে আসিফ লেখেন, ‘১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর ওভারগুলো ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। টি-টোয়েন্টি ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে, আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। আমার দল বরিশাল বুলসের বিদেশি ও দেশি খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমাণ নেই। তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ম দৃষ্টি দেয়, অবশ্যই তারা প্রমাণ খুঁজে পাবে।’

আসিফের এমন সন্দেহে বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম বিব্রতবোধ করছেন। মঙ্গলবার টানা ষষ্ঠ ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে মুশফিক বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কী আর বলব… ওই অভিযোগ শোনার পর এবং নিজের চোখে দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। উনি আমাদের দেশের সেলিব্রেটি এবং শিক্ষিত একজন মানুষ, তার মুখ থেকে এরকম কথা আসবে বা লিখবে…এটা বিরক্তিকর ও লজ্জাজনক।’

বরিশাল অধিনায়ক আরো বলেন, ‘এই দলে আমরা দেশি-বিদেশি সবাই কষ্ট করে খেলছি, পেশাদারিত্ব দিয়ে খেলছি, কারণ এটাই আমাদের রুটি-রোজগার। এটার সঙ্গে যদি কেউ বেঈমানি করে, এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। উনি যেটা লিখেছেন, খুব কষ্ট লাগছে।’

আসিফকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মুশফিক, ‘উনি এটা মাথা ঠিক অবস্থায় লিখেছেন নাকি বেঠিক অবস্থায়, নিজেও জানি না! আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে উনাকে…সামনে পেলে প্রশ্ন করব, কোন পরিস্থিতি দেখে আপনার মনে হয়েছে বা কোন দেশি বা বিদেশি খেলোয়াড় ফি্ক্সিংয়ে জড়িত। উনি লিখেছেন যে উনি নিশ্চিত, কিন্তু প্রমাণ নেই। এটা কোন ধরণের ভাষা! এটাই বলে দেয় উনি কোন অবস্থায় ছিলেন। আমাদের পারফরম্যান্সের কারণে সবাই হতাশ। বরিশালবাসীও হতাশ। ভালো করতে পারছি না, এটা অন্য কথা। কিন্তু উনি যেভাবে লিখেছেন, একজন মানুষের পক্ষে এটা লেখা সম্ভব না, পাগল ছাড়া!’