ইউএস ডলার ও ভারতীয় মুদ্রাসহ বেনাপোলে চারজন আটক

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল কাস্টমস চেকপোস্টে ইউএস ডলার ও ভারতীয় মুদ্রাসহ চারজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

জব্দকৃত মুদ্রার মধ্যে আছে ২১ হাজার ৩০০ ইউএস ডলার ও ৮ লাখ ৫ হাজার ৫০০ ভারতীয় রূপি।

বুধবার সকালে বেনাপোল কাস্টমস চেকপোস্টে ভারত থেকে বাংলাদেশে আগমনের সময় তাদের আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন-শরীয়তপুরের উজ্জ্বল ব্যাপারী ও বরকত আলী, মানিকগঞ্জের কবির খান ও জামানখান। তারা ঘোষণা ছাড়া এসব মুদ্রা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন।

এ বিষয়ে ড. মইনুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। মুদ্রাগুলো তাদের ব্যাগে ও কোমরের বেল্ট বরাবর লুকানো ছিল। শুল্ক আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।