ইউপি সদস্য হলেন বিদেশি বধূ

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বাধাকানাই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে মাইক প্রতীক নিয়ে চার হাজার ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা (জেসমিন)।

জানা যায়, সিঙ্গাপুরের প্রবাসজীবনে থাকার সময় ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকার সঙ্গে পরিচয় হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের দবরদস্থা গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার। সেই থেকে তাদের প্রেম। পরে পরিণয়।

২০১০ সালে সুদূর ফিলিপাইনে গিয়ে জিন ক্যাটামিনাকে বিয়ে করেন জুলহাস। জাহিদুল ইসলাম নামের এক পুত্রসন্তান আছে এই দম্পতির। ধর্মান্তরিত হয়ে জিন ক্যাটামিন ইসলাম ধর্মে দীক্ষিত হন। জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা থেকে তার নাম হয় জেসমিন আক্তার। এক পর্যায়ে জেসমিন বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যান। ১১ বছর তাদের দাম্পত্যজীবন।

এলাকাবাসী জানান, বাংলাদেশে এসে স্বামী, পরিবার ও আশপাশের মানুষকে আপন করে নিয়েছেন এই জেসমিন। ভোটাররাও তাই ভালোবেসে তাকেই নির্বাচিত করেছেন।

জুলহাস জানান, একজন বিদেশিনীর সঙ্গে সংসার টেকে কি-না, তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। কিন্তু সবার ভালোবাসায় সেই আশঙ্কা দূর হয়েছে। জেসমিনও সবাইকে আপন করে নিয়েছেন।