ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পরিবেশ ছাড়পত্র এবং ইট পােড়ানোর লাইসন্স না থাকায় এস এন ব্রিকস নামে এক ইট ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার সন্ধায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাে.মাহবুবুর রহমান। 

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের সহায়তায় রোববার সন্ধায় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধ বিভিন্ন  ইট ভাটায় অভিযান চালান ইউএনও মাে.মাহবুবুর রহমান। অভিযানে উপজেলার থানাহাট ইউনিয়নের শামসপাড়া এলাকায় অবস্তিত এসএনব্রিকস এর পরিবেশ ছাড়পত্র ও ইট পােড়ানোর লাইসেন্স না থাকায় ভাটাটির স্বত্বাধিকারী শাহাজাহান আলীর ২ লাখ টাকা জরিমানা করেন এবং তৈরীকৃত কিছু কাচা ইট পানি মেরে নষ্ট করে ফেলেন।
এসময় উপস্তিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম ও চিলমারী মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।