‘ইনজামামের চেয়ে ভালো ব্যাটসম্যান দেখিনি’

খেলা ডেস্কঃ ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ সম্প্রতি এক সাক্ষৎকারে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইনজামাম-উল-হকের ভূয়সী প্রশংসা করেছেন।

শেহবাগ বলেছেন, এশিয়ার সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে সবাই শচিন টেন্ডুলকারের কথা বলে কিন্তু আমি ইনজামাম-উল-হককে এগিয়ে রাখব।

ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৪৪৩ ইনিংসে ব্যাট করে ৩১টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২২৩ রান করেন শেহবাগ। তিনি বলেন, ‘ইঞ্জি (ইনজামাম) ভাই খুব ভালো ব্যাটসম্যান ছিলেন। মিডল অর্ডারে এশিয়ায় আমি ইনজামামের চেয়ে ভালো ব্যাটসম্যান দেখিনি।’

ভারতীয় তারকা এই ওপেনার আরও বলেন, ‘২০০৩-০৪ সালে, যখন প্রতি ওভারে ৮ রান করা কঠিন ছিল, তখন ইনজামাম বলতেন চিন্তা করবেন না. আমরা এটা সহজ করে দেব। অন্যান্য দল ১০ ওভারে ৮০ রান করলে আতঙ্কিত হয়ে যেত, কিন্তু সেই সময়ে ইনজামাম শান্ত থাকতেন, প্রায় আটের গড়ে রান করেছিলেন। তিনি বলতেন তিনি আছেন সবটা হয়ে যাবে, চিন্তা করবেন না।’

পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ইনজামাম। তিনি ১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত ১২০ টেস্ট, ৩৭৮টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশের হয়ে ৩৫টি সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ২০ হাজার ৫৮০ রান করেন। তিনি ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।