ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৪৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।

রাজধানী জাকার্তার পশ্চিমে টাঙ্গেরাং এলাকায় একটি শিল্প ভবনের ভেতরে আতশবাজি কারখানায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ বিস্ফোরণ হয়।

বিবিসি ও রয়টার্স অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়ছে।

টাঙ্গেরাং কোটা পুলিশের প্রধান হ্যারি কুরনিয়াওয়ান প্রথমে নিহতের সংখ্যা ১০ জানালেও তা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এদিকে, জাকার্তা পুলিশের মুখপাত্র আর্গো ইউয়োনো মেট্রো টেলিভিশনকে বলেছেন, ‘৪৭ জনের মরদেহ পেয়েছি আমরা।’

এর আগে তিনি বলেছিলেন, আহত ৪৬ জন কর্মীকে উদ্ধার করে তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাকার্তা পুলিশের জেনারেল ক্রাইম বিভাগের প্রধান নিকো আফিন্তা ইন্দোনেশিয়ার কম্পাস টিভিকে বলেছেন, ‘এ কারখানায় মোট ১০৩ জন কর্মী কাজ করেন।’