উত্তরায় নকল স্বর্ণের বারসহ ৫ প্রতারক গ্রেফতার

উত্তরা প্রতিবেদকঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে নকল স্বর্ণের বারসহ ৫ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় উত্তরা পশ্চিম থানার ৭ ও ১১নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-রাসেল খান ওরফে রাসেল, অহিদুজ্জামান শাকিল, মেহেদী হাসান কমল, নূরুল ইসলাম ও মো. জাহাঙ্গীর খান।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক পার্থ প্রতিম বলেন, কতিপয় ব্যক্তি উত্তরা পশ্চিম থানার ৭নং সেক্টর এলাকায় নকল স্বর্ণের বারসহ অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রাসেল, শাকিল ও মেহেদীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৯টি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়।

একই দিন গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১১নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত নূরুল ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নকল স্বর্ণের বার বিভিন্ন লোকজনকে দিয়ে প্রতারণা করে আসছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. হানিফ উদ্দিন মন্ডল বলেন, গ্রেফতারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে রিমাণ্ডের শুনানি হবে। তিনি বলেন, তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে প্রতারণার প্রকৃত কাহিনি বেরিয়ে আসবে।