একই প্রতিপক্ষ-একই পরিস্থিতিঃ বিশাখাপত্তনম টু কানপুর

ক্রীড়া ডেস্ক: ঘটনাটি মাত্র একবছর আগের। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ এ সমতা। ২০১৬ সালের ২৯ অক্টোবর বিশাখাপত্তনমে মুখোমুখি দুই দল। ম্যাচটি ভিন্ন কারণে নজরে ছিল ক্রিকেট প্রেমীদের। কারণ ওই ম্যাচ দিয়ে ওয়ানডে অধিনায়কত্বের ইতি টানেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। সতীর্থরা কিউইদের ৭৯ রানে অলআউট করে লজ্জায় ডুবিয়ে ধোনিকে সিরিজ জয় উপহার দেন।

ঠিক ৩৬৫ দিন পর আবারও একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে দুই দল। তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা। আজ কানপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে আবারও মুখোমুখি দুই দল। আজও ক্রিকেটপ্রেমীদের নজর কানপুরে। এ ম্যাচ জিতলে প্রথমবারের মতো ভারতের মাটিতে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতবে নিউজিল্যান্ড। পাশাপাশি বিরাট কোহলির দল জিতলে আবারও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠবে। শেষ হাসিটা কে হাসে সেটাই দেখার বিষয়।

ধোনির কাছ থেকে অধিনায়কত্ব পাওয়ার পর শেষ এক বছরে ২৫ ওয়ানডেতে ১৮টি ওয়ানডে জিতেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। এর মধ্যে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালও খেলে অলব্লুসরা।

দুই দল আজ নিজেদের মধ্যে শততম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামছে। ৯৯ ম্যাচে ভারত জিতেছে ৫০টি, নিউজিল্যান্ড জিতেছে ৪৪টি। ১টি ম্যাচ টাই ও ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।