এক দশক হলো না! বায়ার্নকে বিদায় বলছেন মার্তিনেজ

বায়ার্ন মিউনিখের সঙ্গে ৯ বছরের সম্পর্কের ইতি টানছেন ইউরোপের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার জাভি মার্তিনেজ। বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে, এই মৌসুম শেষে অ্যালিয়েঞ্জ এরেনায় আর থাকছেন না মার্তিনেজ।

৩২ বছর বয়সী এই মিডফিল্ডার বরুশিয়া মনশেনগ্লাদবাখ, ফ্রেইবুর্গ ও ভলফসবুর্গের বিপক্ষে বুন্দেসলিগার শেষ তিনটি ম্যাচে বায়ার্নের জার্সি পরবেন। তারপরই শেষ হবে ট্রফিখচিত একটি অধ্যায়। স্প্যানিশ মিডফিল্ডার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছেন, ‘৯ বছর ধরে এফসি বায়ার্ন পরিবারের অংশ হতে পেরে আমি খুব গর্বিত ও আনন্দিত। এই সেরা ক্লাবকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের ভক্তদের- আপনারা মিউনিখকে আমার আরেকটি ঘর বানিয়েছেন।’

মার্তিনেজ ক্লাবের হল অব ফেমে জায়গা পাওয়ার দাবি রাখে বললেন বায়ার্ন প্রেসিডেন্ট হার্বার্ট হাইনার, ‘জাভি মার্তিনেজ এমন একজন যারা স্পষ্ট করে দেয় যে বায়ার্ন কী চায়। আমাদের ক্লাবের সঙ্গে যখন তার মতো শীর্ষ আন্তর্জাতিক খেলোয়াড় জুটি বাঁধে, তখন সেরা কিছু অর্জন করা সহজ হয়ে যায়। জাভি খুব দ্রুত আমাদের একজন হয়ে গেছে, যে অবিশ্বাস্য সব সাফল্য আমরা তার সঙ্গে পেয়েছি, সেটাই তার প্রমাণ। এই ক্লাবের ইতিহাসের একটি বিশেষ জায়গায় সে সবসময় থাকবে।’