এনরিকের জয়ের ‘সেঞ্চুরি’

ক্রীড়া ডেস্ক : ২০১৪ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয় পেয়েছিলেন। লা লিগায় এলচেকে ৩-০ গোলে হারিয়েছিল লুইস এনরিকের বার্সেলোনা।

রোববার রাতে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে একমাত্র গোলে হারিয়ে বার্সার কোচ হিসেবে এনরিক পেলেন শততম জয়।

মাত্র ১২৬ ম্যাচেই জয়ের ‘সেঞ্চুরি’ করে ফেললেন এনরিক। ১৩টি ম্যাচ হেরেছেন এবং ১৩টি হয়েছে ড্র। জয়ের ‘সেঞ্চুরি’ করতে পেপ গার্দিওলার লেগেছিল ১৩৯ ম্যাচ।

এনরিক নিজের প্রথম মৌসুমে জিতেছিলেন ৫০ ম্যাচ। দ্বিতীয় মৌসুমে ৪৬টি। চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপের দুই লেগে সেভিয়াকে হারিয়ে আর লা লিগার প্রথম দুই ম্যাচে রিয়াল বেতিস ও বিলবাওকে হারিয়ে হয়ে গেল জয়ের ‘সেঞ্চুরি’।