এভারটনের বিদায় ইউরোপা লিগ থেকে

ক্রীড়া ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের গ্রুপপর্বের খেলা শেষ হতে এখনো দুটি করে ম্যাচ বাকি। কিন্তু ইতিমধ্যে এই লিগ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনের। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের ক্লাব অলিম্পিক লায়নের বিপক্ষে ৩-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় ওয়েন রুনি-অ্যাশলে উইলিয়ামসদের। বৃহস্পতিবার দিবাগত রাতে এভারটনের বিপক্ষে ঘরের মাঠে গোলের দেখা পেতে ৬৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লায়নকে। এ সময় গোল করে দলকে এগিয়ে নেন বার্ট্রান্ড ত্রাওরি। ৭৬ মিনিটের মাথায় হোউসেম আউয়ার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮০ মিনিটে মরগান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় এভারটন। সেই সুযোগে ৮৮ মিনিটে মেম্ফিস দিপেই গোল করে ব্যবধান ৩-০ করেন। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে লায়ন। এই হারের ফলে ৪ ম্যাচের ৩টিতে হেরে ও ১টিতে ড্র করে মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে এভারটন। ৮ পয়েন্ট করে নিয়ে আটলান্টা ও লায়ন রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানে। এদিকে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল বেলগ্রেডের ক্লাব রেড স্টার বেলগ্রেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ড্র করলেও ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। পাশাপাশি ইউরোপা লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।