এশিয়ায় ইংল্যান্ডের চার ব্যাটিং ধস

ক্রীড়া ডেস্ক :  টেস্ট ক্রিকেটের প্রাচীনতম দুই দলের একটি তারা। প্রবল পরাক্রমশালীও। সেই ইংল্যান্ডকে কাল মাটিতে নামিয়ে আনল বাংলাদেশ।

এক সেশনে মাত্র ৬৪ রানে ইংল্যান্ডের ১০ উইকেট তুলে নিয়ে ঢাকা টেস্টে বাংলাদেশ পেয়েছে ঐতিহাসিক জয়। সাদা পোশাকে ইংল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়।

অথচ ২৭৩ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল ইংল্যান্ড।

তৃতীয় দিনে চা বিরতির আগে বিনা উইকেটে তুলে ফেলেছিল ১০০ রান। বিরতির পরই সব ভোজবাজির মতো পাল্টে যায়। আর ৬৪ রান যোগ করতেই অলআউট হয়ে যায় অ্যালিস্টার কুকের দল।

অবশ্য এশিয়ায় প্রথম ও শেষ উইকেটের মাঝে এর চেয়ে কম রান করার ঘটনাও আছে ইংল্যান্ডের।  ২০১২ সালে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ১০৫ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ২১ রান তোলা ইংল্যান্ড অলআউট হয়েছিল ৭২ রানে। ৫১ রানে পড়েছিল ১০ উইকেট।

এশিয়ায় প্রথম ও শেষ উইকেটের মাঝে ১০০-এর কম রান করার আরো দুটি ঘটনা আছে ইংলিশদের।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বিনে উইকেটে ৫ রান তোলার পর ইংল্যান্ড অলআউট হয়েছিল ৮১ রানে, ৭৬ রানে পড়েছিল ১০ উইকেট।

ছয় বছর আগে একই মাঠে বিনা উইকেটে ১০১ রান তোলার পর ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে গিয়েছিল ১৮৯ রানে, ৮৮ রানে পড়েছিল ১০ উইকেট।

এশিয়ায় ইংল্যান্ডের চার ব্যাটিং ধস

ধস                     প্রতিপক্ষ    ভেন্যু     সাল

৫১   ২১/০ – ৭২/১০      পাকিস্তান    আবুধাবি ২০১২

৬৪   ১০০/০ – ১৬৪/১০   বাংলাদেশ   ঢাকা     ২০১৬

৭৬   ৫/০ – ৮১/১০         শ্রীলঙ্কা       গল      ২০০৭

৮৮  ১০১/০ – ১৮৯/১০    শ্রীলঙ্কা      গল       ২০০১