ওবামার চিঠিতে আবেগাপ্লুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার আগে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি চিঠি রেখে আসেন বারাক ওবামা।

সেই চিঠি পড়ে আবেগাপ্লুত হয়েছেন ট্রাম্প। ‘সুন্দর চিঠি’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাননি তিনি।

অভিষেকের এক অনুষ্ঠানে ট্রাম্প তার কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বলেন, ‘আমি ওভাল অফিসে গিয়ে সুন্দর এই চিঠি পাই।’ সাদা খামের একটি চিঠি উঁচিয়ে পরে পকেটে রাখতে রাখতে বলেন, ‘তিনি যা করেছেন, তা সত্যিই সুন্দর এবং আমরা এটি সযতেœ লালন করব।’

চিঠির বিষয়বস্তু সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমরা এটি সংরক্ষণ করব। তবে এর বিষয়বস্তু সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানানো হবে না।’

প্রথা অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে শেষবারের মতো বের হওয়ার সময় উত্তরসূরির জন্য ওভাল অফিসের ডেস্কে একটি চিঠি রেখে আসেন। চিঠিতে বিদায় প্রেসিডেন্ট কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশনা দিয়ে থাকেন- এমনটিই দেখা গেছে আগের প্রেসিডেন্টদের চিঠিতে।

১৯৯৩ সালে বিদায়ী প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ তার উত্তরসূরি বিল ক্লিনটনের জন্য একটি চিঠি রেখে আসেন। চিঠির একটি অংশ ছিল এমন : ‘আপনার সফলতা আমাদের দেশের সফলতা… আপনার ভাগ্য সুপ্রসন্ন হোক।’