ওমিক্রন তান্ডবে বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার

বিশ্বজুড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে ৬ হাজারের বেশি মানুষ মারা গেছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৬ লাখের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, শনিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪ লাখ ৯৭ হাজার ৪৮ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩০ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৫৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৮২ লাখ ৩৫ হাজার ৯৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৩৬৯ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৬ লাখ ৯৬ হাজার ৩৪ জনের। এর আগের দিন করোনায় মারা ৬ হাজার ৮৩৪ জন। আর ওই দিন আক্রান্ত শনাক্ত হয় ২৪ লাখ ৯৭ হাজার ১৫৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৪২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৫৮ হাজার ৩৪৬ জনের।