ওয়ালটনের সাইনবোর্ড উঠাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে নিহত-১ এবং আহত-৩

আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছার পুড়াপাড়া বাজারে বিদ্যুৎ স্পর্শে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন রায়হান উদ্দীন (২০) এবং আহত ৩ জনের মধ্যে রবিউল ইসলাম (২৬) কে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে পাওয়া যায়। নিহত রায়হান উদ্দীন উপজেলার সুখপুকরিয়া গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে এবং আহত রবিউল ইসলাম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রমজানকাঠি গ্রামের বাবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল সূত্রে জানা যায় নিহত রায়হান উদ্দীন পুড়াপাড়া বাজারের হুমায়ুন কবীরের ইরাক-ইরান বস্ত্রবিতানের পাশের দোকানে অর্থাৎ ওয়ালটন (টিভি-ফ্রিজ) শো-রুমে কাজ করত। রবিবার (২০ অক্টোবর) বেলা ১১ টার দিকে শো-রুমের সামনে সাইনবোর্ড লাগানোর কাজ চলছিল। মিস্ত্রিরা সাইনবোর্ড লাগাতে উঁচু করলে ওপরের বিদ্যুৎ লাইনের তারে সাইনবোর্ডসহ স্টিল পাইপ বিদ্যুতায়িত হয়। এতে রায়হানসহ আরো তিনজন বিদুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দুপুর পনে ১ টায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক সুব্রত কুমার বাগচী রায়হান উদ্দীনকে মৃত ঘোষণা করেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ্য আছেন।