ওয়েস্ট ইন্ডিজ শিবিরে মুস্তাফিজের আঘাত

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে বোলিং করতে নেমেছে বাংলাদেশ। উইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরুতে আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। দলীয় ১২ রানের মাথায় প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। এখন ৪ ওভারে ১৭ রান নিয়ে ব্যাট করছে তারা। ক্রিস গেইল ৪ রান নিয়ে ও রোস্টন চেজ ৫ রান নিয়ে ব্যাট করছেন। ৬ রানে এভিন লুইসকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেছেন তিনি।

এ ম্যাচে বাংলাদেশের একাদশে নেই নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহান। উইন্ডিজে বাঁ-হাতি ব্যাটার বেশি বিধায় এ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাসুম, যিনি গত ম্যাচে ব্যাট হাতে ১৯ ও বল হাতে এক উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ একাদশের ছয় জন ব্যাটার বাঁ-হাতি। এরা হলেন- ক্রিস গেইল, এভিন লুইস, নিকোলাস পুরান, শিমরন হ্যাটমায়ার, আকিল হোসেন, রভি রাম্পাল। অন্যদিকে ডান হাতি ব্যাটাররা হলেন- রোস্টন চেজ, কেইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার ও ডোয়াইন ব্রাভো।