কনুইয়ের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়

আমরা সবাই মুখ ও ত্বক সুন্দর রাখার বিষয়ে অনেক যত্নশীল। কিন্তু নিয়মিত পরিচর্যায় মুখের উজ্জ্বলতা বাড়লেও কনুইয়ের কালচে দাগ তোলার ব্যপারে আমরা বিন্দুমাত্র চিন্তিত করি না। কিন্তু কনুইয়ের এই কালচে ভাব বড়ই বেমানান আর দৃষ্টিকটু। তবে চটজলদি এর সমাধান করতে পারেন-

পাতিলেবু আর চিনির রস
১ চামচ চিনি পানিতে নিয়ে গুলিয়ে নিন। এবার ১টি পাতিলেবুকে সমান দু’ভাগে কেটে নিয়ে। এই অর্ধেক পাতিলেবুর মধ্যে চিনির রস দিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল করে ঘষতে থাকুন। এবার কিছুক্ষন পর দুই কনুই পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। চাইলে উষ্ণ গরম পানিও ব্যবহার করতে পারেন। এই ভাবে সপ্তাহে ২-৩ দিন এই সহজ পদ্ধতিটি অবলম্বন করলে ফল পাবেন। এই পদ্ধতিতে ঘাড়, পিঠ বা হাঁটুর কালচে ভাবও দূর করতে পারেন।

দই, বেসন ও পাতিলেবু
দই, বেসন ও পাতিলেবু একসঙ্গে মিশিয়ে নিয়ে কনুইয়ে অন্তত ১০ মিনিট মালিশ করুন। এরপর তা পানি দিয়ে ধুয়ে ফেলুন।