কমিউটার ট্রেনে ছিনতাই-খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ময়মনসিংহে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও দুইজনকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে।

ডাকাতের ছুরিকাঘাতে নিহত সাগরের মা হনুফা খাতুন বাদী হয়ে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে শুক্রবার রাতেই নগরীর কেওয়াটখালি এলাকা থেকে শিমুল নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গ্রেপ্তার শিমুলকে আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তারের আদালত শুনানির জন্য আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) তারিখ নির্ধারণ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও দুইজনের খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে। জড়িতরা দ্রুতই গ্রেপ্তার হবে বলেও জানান তিনি।