করোনাঃ দেশে ২৪ ঘণ্টায় আরও ১৬ নার্সের শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে আরও ১৬ নার্সের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭০ নার্সের করোনা শনাক্ত হলো।

শনিবার (১৮ এপ্রিল) রাতে ‘সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস’ সংগঠনের মহাসচিব সাব্বির গমাহমুদ এ তথ্য জানান। আক্রান্ত এ নার্সদের মধ্যে সরকারি হাসপাতালের ৪২ এবং বেসরকারি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের ২৮ নার্স রয়েছেন। এদের মধ্যে ২ জন অন্তঃসত্ত্বা। শনাক্তদের মধ্যে এরই মাঝে দু’জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

সাব্বির মাহমুদ বলেন, ১৫টি সরকারি হাসপাতাল এবং ১০টি বেসরকারি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ হিসেব করা হয়েছে। সরকারি-বেসরকারি এসব হাসপাতাল ও ক্লিনিকে নানাভাবে করোনা আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন এমন ৩শ’ নার্স বর্তমানে কোয়ারেন্টিনে আছেন।

সরকারি হাসপাতালগুলোতে কর্মরত করোনা আক্রান্ত ২৮ নার্সের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন, বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন, নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ৪ জন, নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ১ জন, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন, জামালপুরের বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন, ঢাকা শিশু হাসপাতালের ২ জন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, নরসিংদীর জেলা হাসপাতালের ২ জন রয়েছেন।

এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত করোনা আক্রান্ত ২৮ নার্সের মধ্যে গাজীপুরের কেপিজে হাসপাতালের ৩ জন, শাহবাগের বারডেম জেনারেল হাসপাতালের ৪ জন, ঢাকার এভারগ্রীন (অ্যাপোলো) হাসপাতলের ১ জন, ঢাকার ইউনাইটেড হাসপাতালের ৫ জন, ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন, রাজধানীর আলী আজগর হাসপাতালের ৩ জন, মগবাজারের ইনসাফ আলবাকারার ৬ জন, মিরপুরের ডেল্টা হাসপাতালের ১ জন, ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের ১ জন, তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের ২ জন রয়েছেন।

শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬২ জন, ময়মনসিংহ বিভাগের ৫ জন ও বরিশালের আছেন ৩ জন।