করোনাঃ রাজশাহীতে নতুন শনাক্ত ১১২ জন

করোনা ভাইরাস শনাক্ত

রাজশাহী মহানগরীতে দুই হাজার ছাড়িয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। নতুন করে ১১২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীর ৬৫ জন। রাজশাহী জেলায় করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬২০ জনে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১৮৫ জনের নমুনার। যার মধ্যে ৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে বসবাস করে ৩৯ জন। বাকি নয়জনের মধ্যে মোহনপুরের দুইজন, চারঘাটার দুইজন ও দুর্গাপুরের পাঁচজন।

এদিকে, রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাইসাল আলম জানান, এদিন ল্যাবে দুই শিফটে ১৮৮টি নমুনার পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৮৫ জনের নমুনার ফলাফল এসেছে। এতে ৬৪ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে রাজশাহীর ৬০ জনের মধ্যে নগরীর ২৬ জন ও পাবনার ৪ জন।

নতুন ৮১ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬২০ জনে। এর মধ্যে ২ হাজার ৪৯ জনই সিটি করপোরেশন এলাকার। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৪৯, চারঘাটে ৪৯, পুঠিয়ায় ৪২, দুর্গাপুরে ৩৮, বাগমারায় ৬২, মোহনপুরে ৮০, তানোরে ৭২, পবায় ১২৩ এবং গোদাগাড়িতে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়।

জেলায় এখন পর্যন্ত করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ১১ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৯৫৯ জন। এর মধ্যে নগরীতে ৭২৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৫৩৪ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে ২৯ জন।