কাতারে স্টেডিয়ামের আরো এক নির্মাণশ্রমিকের মৃত্যু

ক্রীড়া ডেস্ক: ২০২২ বিশ্বকাপ আসরকে সামনে রেখে স্টেডিয়াম ও অবকাঠামো উন্নয়নের কাজ জোরেশোরেই চালিয়ে যাচ্ছে কাতার। শনিবার দেশটিতে একজন স্টেডিয়াম নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেশটির পূর্বাঞ্চলে নতুন ভেন্যু আল ওয়াকরাহে নির্মাণাধীন কাজের সময় মারা যাওয়া কর্মীর নাম জানা যায়নি। তবে আয়োজক কমিটি নিশ্চিত করেছে যে, শনিবার সকালে মাত্র একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে আয়োজক কমিটি জানায়, ‘আমাদের কার্যক্রম চলাকালে এক কর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শনিবার সকালে আল ওয়াকরাহ স্টেডিয়ামে ঘটনাটি ঘটে। তবে এ নিয়ে তদন্ত চলছে।’

স্টেডিয়াম তৈরির কাজে এটিই প্রথম কোনো মৃত্যুর ঘটনা বলে জানায় আয়োজকরা। তবে গত ফেব্রুয়ারিতে দুজন ভারতীয় নাগরিকের মারা যাওয়ার খবর প্রকাশ করে এসসিডিএল। পরে ৫২ বছর বয়সি এক পেইন্টারের মৃত্যুর খবরও পাওয়া যায়।

মধ্যপ্রাচ্যের এই সম্পদশালী দেশটিতে বিশ্বকাপ ভেন্যু ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ, নেপাল ও ভারতের প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করছে।