কালিয়াকৈরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিবেদকঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পল্লীবিদ্যুৎ হোসাফ মিটার কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আটক তিনজন হলেন- সাইফুল ইসলাম, চানু মিয়া, আব্দুর রউফ ও আব্দুল আলীম। আটক সবাই ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে। তবে তারা কেউই নিহত যুবকের পরিচয় জানেন না বলে পুলিশের কাছে দাবি করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই কারখানার ভেতরে বৃহস্পতিবার রাতে ৪-৫ জনের একদল যুবক জুয়া খেলছিল। জুয়া খেলার এক পর্যায় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হলে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং লাশ পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে স্থানীয় লোকজন দেখে ফেললে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী জানা গেছে জুয়া খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।