কুমিল্লায় এসপির গাড়ীতে হামলার ঘটনায় ২ জন আটক

জেলা প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রামে সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিনের বাড়িতে হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ মে) ভোরে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসাইন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদম রাকিবুল হাসান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে উপজেলার ধনুসাড়া এলাকায় এসপি ফরিদ উদ্দিন বাড়ির সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একপর্যায়ে গোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ ঘটনায় ফরিদ উদ্দিন বাড়িতেও হামলা চালানো হয়।

পরে এ ঘটনায় গোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কামাল বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় চেয়ারম্যান কাজী জাফর আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।