কুমিল্লায় ওষুধ কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক আহত

জেলা প্রতিবেদকঃ কুমিল্লায় বেঙ্গল ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নগরীর রানীবাজারে এ বিস্ফোরণের কারণে কারখানাটির দেয়ার ধ্বসে পড়ে ও গ্লাস ভেঙে ৬ শ্রমিক আহত হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে কারখানা ভবনের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কুমিল্লস ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে আহত শ্রমিকরা বলেন, হঠাৎ ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণে ভবন কেপে উঠে। ভেঙে পড়ে ভবনের দেয়ালসহ বিভন্ন অংশ।

এদিকে আহতদের মধ্যে শারমিন (১৬), জুলেখা বেগম (৩৮), শামীমা (৪০), আল আমিন (২৫), ফাহমিদা (২০) ও ফাতেমাকে (৩৫) উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে গুরুতর আহত জুলেখা, শামীমা ও আল আমিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়া হয়।

কুমেকের বার্ন ইউনিটের প্রধান ডা. মীর্জা তাইয়েবুল ইসলাম জানান, বিস্ফোরণ হলেও কারও শরীর পুড়ে যায়নি, ফ্র‌্যাকচার হয়েছে। সবাই আশঙ্কামুক্ত।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বিস্ফোরণটি বড় ধরনের ছিল। সেখানে আগুন ধরে গেলে অনেক হতাহত হত।

কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।