কুড়িগ্রামে ভারতীয় মাদকদ্রব্য ও গরু উদ্ধার

কুড়িগ্রামে ভারতীয় মাদকদ্রব্য ও গরু উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় গরু ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ছোট গোপালপুর নামক স্থানে বিওপির হাবিলদার আব্দুল জলিল ও অনন্তপুরে আউয়াল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আনুমানিক ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১১টি ভারতীয় গরু ও প্রায় ৫৭ হাজার টাকা মূল্যের ১২০ বোতল ফেনসিডিল ও আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন বলেন, গরুগুলো শুল্ক অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের ব্যবস্থা করা হবে। আর ফেনসিডিল ও গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।