ক্লান্তি লাগে আর সারা শরীর ব্যথা করে

সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন, ক্লান্তি লাগে আর সারা শরীর ব্যথা করে। এটি মোটেই স্বাভাবিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, সাইনাসের ইনফেকশন থেকেও এ ধরনের সমস্যা হতে পারে। ২৯৭ জনের ওপর সমীক্ষা চালিয়ে তারা এ তথ্য দিচ্ছেন। তাদের মতে, সাইনাসের ইনফেকশন হলে ব্যথা সহ্য করার ক্ষমতা কমে যায়। সেই সঙ্গে ক্লান্তি নেমে আসে তাড়াতাড়ি। তাই অকারণে দীর্ঘদিনের ক্লান্তি আর শরীর ব্যথাকে হাল্কাভাবে না নিয়ে ডাক্তারের পরামর্শ নিন এখনই।