ক্লাব ফুটবলের বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত তারকা ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক : ক্লাব ফুটবলের বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত তারকা ফুটবলাররা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল ইংল্যান্ডের মুখোমুখি হয় ফ্রান্স। প্যারিসের এস্তাদিও ডি ফ্রান্সে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ডে ৩-২ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।

মঙ্গলবার ম্যাচের প্রায় অর্ধেকটা সময় ধরে ১০ জনের ফ্রান্সের বিপক্ষেও জয় তুলে নিতে পারেনি ইংল্যান্ড। ২০১৫ সালে লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছিল ফ্রান্স। এবার ঘরের মাঠে ইংলিশদের হারিয়ে প্রতিশোধ নিলো ফরাসিরা।

চেনা কন্ডিশনে ম্যাচের ৯ মিনিটে হ্যারিকেনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। সাউদাম্পটনের আরেক তারকা ডেল আলীর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে সেটি হ্যারিকেনের কাছে দেন রহিম স্টার্লিং। আর তখনই দারুণ দক্ষতায় বল ফ্রান্সের জালে পাঠান হ্যারিকেন।

তবে সফরকারীদের উচ্ছ্বাস থামিয়ে ম্যাচের ২২ মিনিটেই ফ্রান্সকে সমতায় ফেরান স্যামুয়েল উমতিতি। আর বিশ্রামে যাওয়ার আগে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন মোনাকোর ডিফেন্ডার সিদিবে।

বিরতি শেষে ফিরে ম্যাচের ৪৮ মিনিটে আবারও ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান হ্যারিকেন। তবে এই গোলটি পেনাল্টি থেকে আদায় করেন তিনি। ডেল আলীকে ডি বক্সে রাফায়েল ভারানে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিডিও রেফারির সুবিধা নিয়ে রিয়াল মাদ্রিদের ভারানেকে লাল কার্ড দেখানো হয়।

এরপর ১০ জনের ফ্রান্সের বিপক্ষেও জয় উদ্ধার করতে পারেনি ইংল্যান্ড। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে ফ্রান্সের ডেম্বেলে জয়সূচক গোলটি করলে ছিটকে পড়ে ইংল্যান্ড। বাকি সময় আর কোনো বিপদ না হওয়ায় ৩-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।