ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ রক্তের সঙ্গে ভাত-তরকারি!

সিলেট : সিলেটে চারটি প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়ে চমকে ওঠার মতো অবস্থা প্রত্যক্ষ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নগরীর মধুশহীদ এলাকায় এ অভিযানে একটি ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ রক্ত পাওয়া গেছে। আরেক ক্লিনিকে রক্তের সঙ্গে একই ফ্রিজে রাখা হয়েছে ভাত ও তরকারি। এ ছাড়া অপরিচ্ছন্নতার দায়ে আরও দুটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে।

সিলেট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদার নেতৃত্বে বুধবার দুপুরে অভিযান চালানো হয়।

তিনি জানান, সিলেট নগরীর মধুশহীদ এলাকার আল রাইয়ান হাসপাতালে রক্তের সঙ্গে একই ফ্রিজে ভাত ও তরকারি পাওয়া যায়, জালালাবাদ ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ রক্তের সঙ্গে একই ফ্রিজে সবজি পাওয়া যায়।

এ ছাড়া গ্রামীণ হাসপাতাল ও ট্রাস্ট মেডিক্যাল সার্ভিসে অপরিচ্ছন্ন পরিবেশ প্রত্যক্ষ করেন ভ্রাম্যমাণ আদালত। এ চার প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, পরবর্তীতে এমন দৃশ্য দেখা গেলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।