খানসামায় বর্ষা মৌসুমেও পানিশূন্য আমন ক্ষেত দিশেহারা কৃষক 

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ভরা বর্ষা মৌসুমেও পানি শূন্য অবস্থায় আমন ক্ষেত, সেচ নিয়ে দিশেহারা কৃষক। সীমাহীন লোডশেডিং এর কারণে বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে সময়মতো রোপা আমন ক্ষেতে সেচ এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কৃষকের তেল ক্রয় ক্ষমতার বাইরে থাকায় শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিতে পারছেন না। বর্ষা মৌসুমেও প্রচন্ড খরা এবং প্রকৃত বিরূপ ভাব দেখা যাচ্ছে।
সারের দাম বৃদ্ধির কারণে সেচের পর কৃষক জমিতে সার প্রয়োজন মতো প্রয়োগ করতে পারছেনা। কৃষক আব্দুল মাজেদ জানান, আল্লাহর বৃষ্টির পানি নেই,জমিতে পানি নেই, লাগানো রোপা  আমন ক্ষেতর জমি শুকিয়ে গিয়ে হা হা কারে  দুশ্চিন্তায় রয়েছি।আমন আবাদে  কৃষকের  মনে শুধু হতাশা আর নানা প্রতিকুলতায় ও  হতাশায় ভুগছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায় জানান,এবার আমন মৌসুমে উপজেলায় ৬ টি ইউনিয়নে ১৩হাজার৭শ৬৫ হেক্টর জমিতে আবাদ নিদ্ধারণ করা হয়েছে।