খানসামায় স্কুলের প্রধান শিক্ষককে শোকজ

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় “নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ, প্রধান শিক্ষক বললেন বাকি শিক্ষকরা চা খেতে গেছেন”এই শিরোনামে বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশিত হলে মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হকের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে আজ বুধবার (৩১ জানুয়ারি) মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্র নাথ রায়কে কারন দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক বলেন, ‘বিষয়টি নজরে আসার পরে সেই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ওই প্রধান শিক্ষককে আগামী তিন কার্য দিবসের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।’ উল্লেখ্য, ওই বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ের আগেই পাওয়া যায় তালাবদ্ধ। ওই দিনই দুপুর ১২টা ১৫ মিনিটে স্কুলের প্রধান ফটকে ঝুলেছিল তালা। শিক্ষকের কক্ষ, ছাত্র-ছাত্রীদের কক্ষেও তালা ঝুলানো। প্রতিষ্ঠানটির পাঠ দানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিন ধরেই রয়েছে অনেক অভিযোগ। এতে অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।