খানসামায় প্রান্তিক পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

তফিজ উদ্দিন আহমেদ ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ“সোনালী আঁশে সোনার দেশ, মুজিববর্ষের বাংলাদেশ, বাংলার পাট বিশ্ব মানসম্মত” এই স্লোগানে দিনাজপুরের খানসামায় উন্নত প্রযুক্তিতে পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
 ১ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দুপুরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার প্রমুখ। ওই প্রশিক্ষণ কর্মসূচীতে ৫০ জন প্রান্তিক পাটচাষী অংশ গ্রহণ করেন।