খুলনায় গ্রামীণফোন রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ৪জি সেবা চালু করেছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও রাজশাহী : এ উপলক্ষে দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে ৪জি যাত্রার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার রাদে কোভাসেভিচ আনুষ্ঠানিকভাবে ৪জি চালু করার ঘোষণা দেন। গ্রামীণফোনের হেড অফ প্রোডাক্ট সৌরভ প্রকাশ এবং খুলনা বিজনেস সার্কেল প্রধান নাফিজ ইমতিয়াজ এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে খুলনার শিববাড়ী মোড় এবং সোনাডাঙ্গা এলাকায় ৪জি সেবা চালু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে খুলনার আরো এলাকা ৪জি কাভারেজের আওতায় আসবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং রাজশাহীর কিছু এলাকায় ৪জি চালু আছে। বেশিরভাগ বিভাগীয় শহরে অচিরেই ৪জি চালু হবে। আগামী ছয় মাসের মধ্যেই সব জেলা শহরে ৪জি পৌঁছে যাবে।

গ্রামীণফোনের হেড অফ প্রোডাক্ট সৌরভ প্রকাশ বলেন, ৪জি খুলনার ডিজিটালাইজেশনকে আরো এগিয়ে দেবে এবং গ্রামীণফোন তার আধুনিক নেটওয়ার্ক ও সেরা ৪জি সেবা নিয়ে এতে সহায়তা দেবে।

তিনি বলেন, ৪জি বিস্তারের সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের আধুনিকায়নের ফলে গ্রাহকরা এইচডি ভিডিও, লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডিও কল আর দ্রুতগতির ডাউনলোড উপভোগ করতে পারবেন।

এদিকে, রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে ৪জি নেটওয়ার্ক সেবা চালু করেছে গ্রামীণফোন। রোববার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে ৪জি চালুর ঘোষণা দেন গ্রামীণ ফোনের হেড অফ ট্রান্সফরমেশন কাজী মাহবুব হাসান।

এ সময় তিনি বলেন, গ্রামীণফোন রাজশাহীর গ্রাহকদের জন্য সেরা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ৪জি চালু হওয়ায় রাজশাহীর মানুষ, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। এখন রাজশাহী শহরের নিউমার্কেট এবং আলুপট্টি এলাকায় ৪জি চালু হয়েছে।

এর আগে ৪জি চালু উপলক্ষে অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা গান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের টেকনোলজি বিভাগের ডিরেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রাজশাহী বিজনেস সার্কেলের প্রধান তৌহিদুর রহমান তালুকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।