গাংনীতে পরোকিয়া প্রেমের অভিযোগ তুলে আলগামন চালক কে নির্যাতন

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে পরোকিয়া প্রেমের অভিযোগ তুলে জাহিদুল ইসলাম নামের এক আলগামন চালক কে গাছের সাথে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার বিকালে উপজেলার রামনগর গ্রামের রমজান আলী তার বাড়িতে নারিকেল গাছের সাথে বেঁধে তাকে নির্যাতন করে। পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় এক জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করেছে। পরে তাকে চিকিৎসার জন্য গাংনী হাসপাতালে ভর্তির করা হয়েছে। নির্যাতনের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। অভিযুক্তদের বিচারের দাবি করেছে পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা।
নির্যাতিত জাহিদুল ইসলাম রামনগর গ্রামের দক্ষিণপাড়া এলাকার হেকমত আলীর ছেলে। নির্যাতিত আলগামন চালক জাহিদুল ইসলাম জানান, প্রতিবেশী রমজান আলীর মেয়ে আফরোজা খাতুন কে তার বোনের বাড়ি ঢাকায় রেখে আসতে বললে ঈদের পরের দিন তাকে তার বোনের বাড়িতে রেখে বাড়ি ফিরে আসি এ ঘটনায় আফরোজার পিতা রমজান আলী ও তার পরিবারের লোকজন তাদের বাড়িতে ডেকে নিয়ে পরোকিয়া প্রেমের অভিযোগ তুলে নারিকেল গাছের সাথে বেঁধে রমজান আলীর নেতৃত্বে আব্দুস সালাম, সাজেদুল ইসলাম, আনসার আলী, আবু বক্কর, খলিলুর রহমান ও গোলাম রসুল নির্যাতন করে। নির্যাতনকারীরা এলাকার প্রভাবশালী হওয়ার কারনে গ্রামের কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসার সাহষ পায়নি। পরে নির্যাতনের খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সাহাবুদ্দীন ঘটনাস্থল থেকে আহতাবস্থায় জাহিদুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেন। ইউপি সদস্য হাবিল উদ্দীন জানান, পরকীয়া প্রেমের অভিযোগ তুলে জাহিদুল ইসলামকে বাড়িতে গাছের সাথে বেঁধে নির্যাতন করছে এমন খবর পেয়ে পুলিশকে খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আহতাবস্থায় উদ্ধার করে আমার কাছে দিয়েছে। আমি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছি। ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সাহাবুদ্দীন জানান, স্থানীয় ইউপি সদস্য আমাকে খবর দিলে জাহিদুল ইসলামকে উদ্ধার করা হয়। গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দীন জানান, জাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের দাগ রয়েছে। এছাড়া একটি পা ভেঙ্গে যাওয়ার আশংকায় এক্্র-রে করার পরামর্শ দেওয়া হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, নির্যাতিত জাহিদুল ইসলামকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনী ব্যবস্থা নেয়া হবে।