গাজীপুরে ধীর গতিতে চলছে যানবাহন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা বাইপাস মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলছে। আবার মুহূর্তে মুহূর্তে সৃষ্টি হচ্ছে যানজটের।

পুলিশ বলছে, গত কয়েক দিনের ভারি বর্ষণে মহাসড়কের কয়কটি স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

এ ছাড়া মহাসড়কের চৌরাস্তা ও ত্রিমোড় এলাকাগুলোতে রেশনিং পদ্ধতিতে (একপাশ বন্ধ করে অপর পাশ সচল রাখা) গাড়ি চালানোর কারণে মোড় এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবারসহ গত কয়েক দিনের বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের বর্ষা সিনেমা হলের সামনে, ভোগড়া বাইপাস ও এর আশপাশ এলাকা, তারগাছসহ কয়েটিস্থানে খানাখন্দের সৃষ্টি হয়। এ সব খানাখন্দের কারণে গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

এ ছাড়া এই মহাসড়কের টঙ্গী স্টেশনরোড ত্রিমোড়, ভোগড়া বাইপাস চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন পর্যায়ক্রমে এক লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে চলাচল করানো হচ্ছে। গাজীপুরের মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় বন্ধ লেনে মুহূর্তেই ২/৩ কিলোমিটার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

 

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস চৌরাস্তা দিয়ে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা বাইপাস মহাসড়ক এ দুটি রাস্তা গেছে। বেলা ১১টার দিকে সেখান থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখি লেনে বোর্ডবাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যানজট দেখা গেছে। এ সময় ঢাকামুখি লেনে তুলনামূলকভাবে গাড়ির চাপ কম ছিল। তবে এই বাইপাস মোড়ের সিগন্যাল থেকে এ লেন সচল হলে ওই যানজটও কমে যাচ্ছে। তখন অন্য মহাসড়ক ঢাকা বাইপাসে বন্ধ লেনে যানজট বাড়ছিল।

এদিকে মহাসড়কের জয়দেবপুর-ময়মনসিংহ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

ভোগড়া বাইপাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন জানান, মহাসড়ক সচল রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছে।

এদিকে দুপুর ২টার দিকে কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকারের কাছে জানতে চাইলে তিনে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।