গাজীপুরে বাস ও একটি ট্রাক খাদের পানিতে পড়ে দুইজন নিহত এবং ২৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক খাদের পানিতে পড়ে দুইজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

শনিবার রাত সাতটার দিকে চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৩৫ বছর।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, আশুলিয়া থেকে চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস চক্রবর্তী বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসে আঘাত করে। এতে দুটি গাড়িই রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এবং খবর পেয়ে সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এ দুর্ঘটনায় দুই পুরুষ যাত্রী নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।