গোপালগঞ্জে পৌর কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে প্রাপ্তি ও পেনশন প্রথা চালুর দাবী ও ইতপুর্বে পালিত কর্মসুচীর অগ্রগতি ও পরবর্তী করনীয় দিক নির্ধারনের জন্য গতকাল সকাল ১১টায় গোপালগঞ্জ শেখ কামাল জিমনেসিয়ামে বৃহত্তর ফরিদপুর অ ল, খুলনা অ ল ও বরিশাল বিভাগের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়সনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ফরিদপুর অ লের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কোটালীপাড়া পৌরসভার মেয়র ও ম্যাবের সাধারন সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা ও বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়সনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কে জি এম মাহমুদ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি রঞ্জন কান্দি গুহ, বৃহত্তর ফরিদপুর আ লিক কমিটির সাধারন সম্পাদক মো: হারুনার রশিদ, দাবী বাস্তবায়ন কমিটির সভাপতি শহিদুল ইসলাম, ফরিদপুর পৌরসভার সচিব মো: তানজিলুর রহমান, ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সামচুল আলম, রাজৈর পৌরসভার সচিব মনিরুজ্জামান সিকদার, পিরোজপুর পৌরসভার সচিব বনি আমীন, ফরিদপুর আ লিক কমিটির সহ সভাপতি আজিজুল ইসলাম বাদল প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা কেন্দ্রীয় সরকারি কোষাগার থেকে প্রাপ্তি ও পেনশন চালুর জোর দাবী জানায়।