গোপালগঞ্জ-কাশিয়ানী-টুঙ্গীপাড়া রেলে ব্যয় বাড়ল ২২৩ কোটি টাকা

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ের কালুখালী-ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পে ২২৩ কোটি ২১ লাখ টাকা বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির এক সভায় এ অনুমোদন দেয়া হয়। এ প্রস্তাবসহ আরও ১৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এ সব তথ্য সাংবাদিকদের জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, কালুখালী-ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের মূল চুক্তিতে ব্যয় ধরা হয়েছিল ৫৯৯ কোটি টাকা। এর সঙ্গে ২২৩ কোটি ২১ লাখ টাকা বাড়ানোর কারণে এখন ব্যয় দাঁড়িয়েছে ৮২২ কোটি ৩৩ কোটি টাকা।
তিনি আরো বলেন, প্রকল্পের কাজের মধ্যে রয়েছে কাশিয়ানি-গোপালগঞ্জ সেকশনের পিএসসি স্লিপার, নতুন বাঁধ নির্মাণ, ছোট-বড় ব্রিজ নির্মাণ, স্টেশন ভবন, প্লাটফর্ম, লেভেল ক্রসিং গেট, একটি ফ্লাইওভার নির্মাণ প্রভৃতি।