গ্যাবনে বিরোধীদলের প্রধান কার্যালয়ে হেলিকপ্টার হামলা

আন্তর্জাতিক ডেস্ক : গ্যাবনে বিরোধীদলের প্রধান কার্যালয়ে হেলিকপ্টার থেকে হামলানো হয়েছে বলে দাবি করেছেন দলটির প্রধান জিন পিং।

এ হামলায় দুজন মারা গেছে। আহত হয়েছে কয়েকজন। বিরোধীরা আরো দাবি করেছে, তাদের ওপর নির্বিচার গুলি চালানো হয়েছে।

সরকারের একজন মুখপাত্র দাবি করেছেন, সন্ত্রাসীর মূলোৎপাটনে এ অভিযান চালানো হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগ গ্যাবনের বিরোধীদলীয় কর্মী-সমর্থকরা বিক্ষোভ করে। এ দিন পার্লামেন্টে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

গত শনিবার গ্যাবনে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে সামান্য ব্যবধানে বিজয়ী হয়েছেন আলি বোঙ্গো। কিন্তু জিন পিং দাবি করেছেন, ভোট চুরি হওয়ায় তিনি হেরে গেছেন। এরপর শুরু হয় আলি বোঙ্গোর বিরুদ্ধে বিক্ষোভ।

এদিকে বিরোধীদের বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রয়েছে সরকার। পার্লামেন্টে হামলা ও আগুন দেওয়ার অভিযোগে অনেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার গ্যাবনের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয়। আলি বোঙ্গো পেয়েছেন ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট। প্রতিদ্বন্দ্বী জিন পিং পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ। দুজনের প্রাপ্ত ভোটের ব্যবধান ৫ হাজার ৫৯৪টি। অর্থাৎ শূন্য দশমিক ৬ শতাংশ ভোট কম পেয়েছেন বোঙ্গো।