ঘন কুয়াশার কারনে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে বিমান শিডিউলে বিপর্যয়

আল-আমিন, নীলফামারী: ঘন কুয়াশার কারণে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে বিমান অবতরণ ও উড্ডয়ন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ, (বৃহস্পতিবার ২৭ অক্টোবর) বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিলো মাত্র ৫০ মিটার। এজন্য সকাল ৮টা থেকে কোন এয়ারলাইনস এর বিমান অবতরণ করতে পারেনি।

সৈয়দপুুর বিমানবন্দর কতৃপক্ষ জানায়,সকাল ৭:২০ মিনিটে ইউএস বাংলা – ৭ টা ৩০ মিনিটে নভোএয়ারের এই দুটি এয়ারক্রাফ্‌ট দৃষ্টি সীমা কম থাকায় অবতরণ করতে পারেনি।এতে করে বিমানবন্দরে আটকা পড়েছে শতাধিক বিমানের যাত্রী।

জানতে চাইলে সৈয়দপুর বিমানবন্দর ইনচার্জ সুপ্লব কুমার ঘোষ জানায়,ঘন কুয়াশায় আজ বিমান চলাচল ব্যাহত হচ্ছে।শীতকালে আগামী ২৯ অক্টোবর থেকে নতুন শিডিউল মেনে বিমান চালাচল পরিচালনা করা হবে।

সৈয়দপুরে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।