ঘরের মাঠে বরাবরই শক্তিশালী বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে বরাবরই শক্তিশালী বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো। নিজেদের আঙ্গিনায় শক্তিশালী প্রতিপক্ষকেও সহজেই হারিয়ে দিতে পারে তারা। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল বার্য়ান ও অ্যাটলেটিকো।

নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।এ নিয়ে ঘরের মাঠে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে টানা ১৫ ম্যাচ জিতল বাভারিয়ানরা।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় জিতলে গ্রুপ পর্বের টানা ষষ্ঠ জয় হতো বায়ার্নের। আগের টানা পাঁচ ম্যাচে জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিল দলটি। বায়ার্নের মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ন্যূনতম ব্যবধানের হারে সেই লক্ষ্য আর পূরণ হয়নি।

নিজেদের মাঠে বায়ার্নের হয়ে দলের একমাত্র গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডফস্কি। ২৮ মিনিটের মাথায় ফ্রি-কিকে স্বাগতিকদের লিড এনে দেন পোলিশ স্ট্রাইকার। ম্যাচে ফিরতে মরিয়া দিয়েগো সিমিওনের শিষ্যরা বায়ার্নের রক্ষণে চিড় ধরাতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে।

চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতের অপর ম্যাচে লুকাসের হ্যাটট্রিকের ওপর ভর করে বাসেলকে ৪-১ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব আর্সেনাল।

এ ম্যাচে হারলেও গ্রুপ ‘ডি’তে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫। তিন পয়েন্ট পিছিয়ে দুইয়ে বায়ার্ন।