চট্টগ্রামে তিন দিনের ইজতেমা শেষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি মঙ্গল কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে শেষ হলো তিন দিনের বিশ্ব ইজতেমার আঞ্চলিক আয়োজন। শেষ দিনেও ইজতেমায় লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

শনিবার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে হাটহাজারী চারিয়া ইউনিয়নের ইজতেমায় ছুটে আসে দলে দলে মানুষ। আখেরি মোনাজাতের কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম হাটহাজারী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার ভোর থেকে বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের বয়ান শুরু হয়। তাবলীগের ৬ উসুল সম্পর্কে বয়ানে বক্তারা বলেন, প্রতিটি মুসলমানের উচিত দ্বীনের মেহনত খেদমত করা, দ্বীনের জন্য মেহনত চালু হয়ে গেলেই দুনিয়া ও আখিরাতে শান্তি আসবে। যারা দ্বীনের মেহনতের জন্য তাবলীগের কাজে নিয়োজিত হবে আল্লাহ পরকালে তাদেরকেও শান্তির পুরস্কার দেবেন।

বয়ান শেষে বেলা ১২টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ১৫ মিনিট ধরে চলে মোনাজাত। লাখ লাখ মুসল্লির মাঝে আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের দাওয়াতে তাবলীগ প্রধান ও ঢাকা কাকরাইল মসজিদের খতিব আল্লামা জুবায়ের আহমেদ।