চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা ও পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: রাতের অন্ধকারে সড়কে ডাকাতি, মাদক ব্যবসা বন্ধ  পতিতালয় উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার (১৩ আগষ্ট) বিকেলে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চৌডালা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধনে অংশ নেয় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অন্তত দুই শতাধিক মানুষ। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে প্রায় প্রতিদিন গোমস্তাপুরকানসাট সড়কের বেলাল বাজার এলাকায় ডাকাতি হয়। বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেও এর কোন প্রতিকার হয়নি। পুলিশ কয়েকজন ডাকাত সদস্যকে আটক করেও এই সড়কে ডাকাতি বন্ধ করা যায়নি। প্রতিদিনই চৌডালা ইউনিয়নের দুএকটি করে ভ্যান হারিয়ে যাচ্ছে। এমনকি এলাকায় চিহ্নিত ডাকাত দলের সদস্য মাদক ব্যবসায়ের সাথেও জড়িত। 

বক্তারা আরও বলেন, ডাকাতি মাদক ব্যবসার পাশাপাশি দেহ ব্যবসাও জড়িত রয়েছে একটি চক্র। এতে এলাকার স্কুলকলেজ পড়ূয়া মাদকে জড়িয়ে পড়ার পাশাপাশি তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এতে অভিভাবকসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা ভীষণ চিন্তায় রয়েছেন। কেউ প্রতিবাদ করলে মাদক দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেয়ার ভয় দেখাচ্ছে ডাকাত দলের নেতা সরদার কারেন্ট, কাউসার, লিটনসহ অন্যান্য সদস্যরা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. আনসারুল হক, চৌডালা ইউনিয়ন পরিষদের সদস্য হায়দার আলী, মনিরুল ইসলাম, হেলাল উদ্দিন, খাইরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল করিমসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শিক্ষকশিক্ষার্থী চৌডালা ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ।