চাল চুরির দায়ে বেনাপোলে তিনজন আটক

জেলা প্রতিবেদকঃ বেনাপোলে চাল চুরির দায়ে নয়ন হোসেন (২৬) ও ইয়ামিন (২৩) এবং সিহাব হোসেন (২৪) নামে তিনজনকে আটক করেছে বেনাপোল কাস্টমস হাউসের নিরাপত্তা কর্মীরা। এসময় তাদের কাছে থেকে একটি নাট বল্টু খোলার রেঞ্জ উদ্ধার করা হয়।

রবিবার (২ মে) গভীর রাতে তাদের আটক করে বেনাপোল কাস্টমস হাউজে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইমারুল হকের ছেলে নয়ন হোসেন (২৬), একই গ্রামের আমিনুর রহমানের ছেলে ইয়ামিন (২৩) ও আব্দুর রশিদের ছেলে সিহাব হোসেন (২৪)।

আটক সিহাব হোসেন বলেন, ভারত থেকে চাল নিয়ে আসা ওয়াগন থেকে চাল চুরি করি। কাস্টমসে চুরি করতে আসিনি। রেলের জিআরপি পুলিশ ধাওয়া করলে পালাতে বেনাপোল কাস্টমস হাউজের দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করি। এরপর সেখান থেকে আনসার সদস্যরা আমাদের আটক করে।

বেনাপোল কাস্টমস হাউজে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, আনসার সদস্যরা রাতে দায়িত্ব পালনের সময় দেখেন কাস্টমস হাউজের ভেতর তিন অপরিচিত লোক। তখন আনসার সদস্য আরিফুল ইসলাম তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারা ওয়াগন থেকে চাল চুরির কথা স্বীকার করেন।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম বলেন, আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।