চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরের রাণীরবন্দরে আজ ভ্রাম্যমান আদালতে দুই ডায়াগনিষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র জানায়, আজ বৃহস্পতিবার চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফিরোজ মাহমুদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় রাণীরবন্দর সুইহারী বাজারের সুপার ডায়াগনিষ্টিক সেন্টার ও নিলয় ডিজিটাল ল্যাব প্রয়োজনীয় কাগজ-পত্র প্রদান করতে না পারলে দুই ল্যাবকে ১০ হাজার করে জরিমানা করে। এসময় নিলয় ডিজিটাল ল্যাবে ডা: আখলাক হোসেন কৌশলে পালিয়ে যায়। প্রকাশ থাকে ডা: আখলাক হোসেন দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশনের কর্মরত থাকলেও সার্বক্ষনিক রাণীরবন্দরে অবস্থান করে।

এছাড়া ভ্রাম্যমান আদালত চলাকালীন সময় রাণীরবন্দরের সকল ল্যাব ও একমাত্র প্রা: হাসপাতাল পলিটেক বন্ধ ছিল।