চীনে ভূমিধসে শতাধিক লোক মাটিচাপা পড়েছে বলে আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : চীনে ভূমিধসে শতাধিক লোক মাটিচাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিচুয়ানে সিনমো গ্রামে এ ঘটনা ঘটেছে। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে মাওসিয়ান জেলার ওই গ্রামটিতে স্থানীয় সময় সকাল ৬টায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৪০টিরও বেশি বাড়ি মাটিচাপা পড়ে।

সিচুয়ান ডেইলি একটি স্থানীয় সংবাদমাধ্যমের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘পুরো গ্রামটি এখন কবর।’

চীনা গ্লোবাল টেলিভিশন জানিয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। টেলিভিশনের ভিডিও ফুটেজে দুটি বুলডোজার দিয়ে মাটি অপসারণের দৃশ্য দেখা গেছে। আরেকটি ভিডিওতে পুলিশ ও সেনা সদস্যদের উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে।