চেনা স্যাক্সটনে আশাবাদী হাথুরুসিংহে

ক্রীড়া ডেস্ক : ক্রাইস্টচার্চে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে  প্রথম ওয়ানডেতে খেলতে নেমে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। এর ফলে নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে শেষ আটটি ম্যাচে হারের স্বাদ পেল টা্ইগাররা।

তবে প্রথম ম্যাচে শুরুতে উইকেট হারিয়েও শেষপর্যন্ত ২৭০ রান করাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।তাছাড়া নেলসনের স্যাক্সটন ওভাল ভেন্যুটি আগে থেকেই পরিচিত বাংলাদেশি ক্রিকেটারদের কাছে। গতবছর ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের মাটিতে ৩২২ রানের বড় সংগ্রহ গড়ে জয় পেয়েছিল বাংলাদেশ। ৫ মার্চ স্যাক্সটন ওভালে স্কটল্যান্ডের বিপক্ষে এই ইনিংস গড়ছিল টাইগাররা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ঘুরে দাড়ানোর ম্যাচে আগামী দিনের ম্যাচ নিয়ে স্বপ্নজাল বুনছে টাইগাররা।

দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিকদের হাথুরুসিংহে বলেন, ‘ঘরের মাঠে আমরা সবশেষ বেশ কিছু ম্যাচ খেলেছি। তাই দেশের বাইরে প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের খুঁজে পেতে কিছুটা সমস্যা হচ্ছে।’

স্যাক্সটন ওভালের ম্যাচ নিয়ে টাইগার কোচ বলেন, ‘ইতিহাস বলে আমরা এখানে ভালো খেলেছি। এটা খুব বেশি আগে নয় এবং আমাদের জন্য তা ভালো একটি দিক।গতবার এখানে বর্তমান দলের বেশ কিছু খেলোয়াড় মাঠে নেমেছিলেন। ওই সুখস্মৃতি তাদেরকে প্রেরণা দিবে।’

প্রথম ওয়ানডেতে দলের পারফরম্যান্স নিয়ে হাথুরুসিংহে বলেন,‘দলের এমন পারফরম্যান্স পরের ম্যাচে আপনাকে সাহায্য করবে। গত ম্যাচে শুরুতে উইকেট হারিয়ে আমরা শেষপর্যন্ত ২৭০ করেছিলাম। পরের ম্যাচে এটি ছেলেদের আত্মবিশ্বাস যোগ দিবে।’