চ্যাম্পিয়নস লিগই মূল লক্ষ্যঃ রিয়াল প্রেসিডেন্ট

খেলা ডেস্ক: মাদ্রিদ ডার্বিতে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ে শিরোপার দৌড়ে কিছুটা ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। একই রাতে মালাগার বিপক্ষে বার্সেলোনা হেরে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে রিয়াল শিবিরে। তবে লা লিগার দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগই মূল লক্ষ্য বলে জানিয়েছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

মিলানে গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে নিজেদের একাদশতম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার এই শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট। এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্নের বিপক্ষে জয় পাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকেই। তবে এ নিয়ে আশাবাদী ক্লাবটির সমর্থকরা।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের লক্ষ্য নিয়ে রিয়াল সভাপতি পেরেজ বলেন, ‘আমাদের আবারও চ্যাম্পিয়নস লিগ জয়ের লক্ষ্য রয়েছে। এজন্য ভক্তদের সমর্থন দরকার আমাদের। আমরা তাদের পাশে চাই।’

ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়নস লিগ শিরোপার কথা মুখ খুলে বললেও লা লিগাতেও ভালো অবস্থানে রয়েছে রিয়াল। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেই মর্যাদার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে দলটি। লা লিগায় ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা।